Header Ads

অসহায় গরীব ক্ষতিগ্রস্ত ও এতিমদের সাহায্য সহযোগিতা করতে সবাই এগিয়ে আসুন

অসহায় গরীব ক্ষতিগ্রস্ত ও এতিমদের  সাহায্য সহযোগিতা করতে সবাই এগিয়ে আসুন।                                                         মাত্র কিছুদিন পূর্বে  ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে কক্সবাজার জেলায় বেশি ক্ষতি হয়েছে। এছাড়াও ভোলা পটুয়াখালী জেলা সহ আরও কিছু জেলায় মোটামুটি ক্ষতি হয়েছে। চট্টগ্রাম  কক্সবাজার রাঙ্গামাটি ও ভোলা জেলায় এই পর্যন্ত  ৮  জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও বঙ্গোপসাগরে কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন। শুধু কক্সবাজার জেলায় কমপক্ষে ৫০ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং ৪০টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হয়েছে কিন্তু তা পর্যাপ্ত নয়। এই ধরনের সমস্যা সমাধানের জন্য শুধু সরকারের উপর নির্ভর করা ঠিক না। আমাদের সকলের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে হবে । আমরা ভালো ভালো খাবো আর ঈঁদ উপলক্ষে হাজার হাজার টাকার নতুন নতুন জামা কাপড় কিনবো এবং আনন্দ ফুর্তি করবো । এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো না খেয়ে মরবে এটা কোন মানুষের কাজ হতে পারে না। পবিত্র ঈঁদ উপলক্ষে নিজের এবং আপনার পরিবারের জন্য জামা কাপড় কম কিনে অসহায় গরীব  ক্ষতিগ্রস্ত ও এতিমদের জন্য কিছু করেন । এত বড় সমস্যা কারও একার পক্ষে সমাধান করা  সম্ভব না তাই আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আসুন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মাধ্যমে আমরা সবাই মানব সেবা প্রতিষ্ঠা করি। আমাদের সংস্থায় শুরু থেকে সাধ্যমত মানব সেবা করে আসছি। ভবিষ্যতে আরও বেশি কিছু করার পরিকল্পনা আছে। আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা পারবো ইনশাআল্লাহ। মানব সেবাই হচ্ছে বড় এবাদত তাই মানব সেবায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আপনি যতটুকু পারেন ততটুকু সাহায্য করুন। এমনকি আপনি ১০০ টাকা দিয়েও আমাদের সাথে মানব সেবায় অংশগ্রহণ করতে পারেন। আপনার আজকের দান বা সাহায্য ইহকাল ও পরকালের শান্তির পথ তৈরি হতে পারে। সাহায্য করলে আপনার সম্পদ কখনো কমবেনা বরং বাড়বে। আমাদের সংস্থার পক্ষ থেকে মানব সেবায় কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। ১)  বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করতে চাই   ২) এতিম , অসহায়  গরীব ও ক্ষতিগ্রস্ত মানুষকে ইফতার খাওয়াতে চাই  ৩) এতিম অসহায় গরীব ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমাদের সাধ্যমত পবিত্র ঈঁদ উপলক্ষে নতুন জামা কাপড় কিনে দিতে চাই । আমাদের সবার মনে রাখতে হবে এরাও কিন্তু আপনার আমার মত মানুষ তাই এদেরও মন আছে। সুন্দর ভাবে বেঁচে থাকার এদেরও কিন্তু অধিকার আছে। আল্লাহ্ চাইলে আপনাকে আমাকেও যে কোন সময় এদের মতো করতে পারে। কথায় বলে, সকাল বেলা ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা । এই দুনিয়ার সমস্ত সম্পদের মালিক একমাত্র আল্লাহ। এমনকি আপনার আমার মালিকও কিন্তু ঐ আল্লাহ। আমরা শুধু সমগ্র পৃথিবীর সব ধন সম্পদের আমানতকারী। যেহেতু আমরা ধন সম্পদের আমানতকারী সেহেতু সবার মাঝে সঠিক বন্টন করে দেওয়া আপনার আমার একান্ত কর্তব্য বা দায়িত্ব। এখন আমরা সঠিক দায়িত্ব পালন না করলে পরকালে সবার কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যারা সাহায্য সহযোগিতা করতে চান তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান  : সিনিয়র সাংবাদিক লেখক ও শিক্ষক আতিকুর রহমান। মোবাইল নাম্বার , ফেইসবুক আইডি , ইমু আইডি , ভাইবার আইডি , হয়াটসাপ  আইডি  এবং পার্সোনাল বিকাশ একাউন্ট নম্বর - 01718473647                                                        ই-মেইল: atiqurrahman8222@gmail.com

No comments

Bangladesh Express News 2017 all copyright . Powered by Blogger.